বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চলমান অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) আহ্বায়ক মোসাদ্দেক হোসেন।
রোগীদের দুর্ভোগের কথা বিবেচনা করে কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন মোসাদ্দেক।
এর আগে গত মঙ্গলবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর দর্শনার্থী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল ইচিপ। একই সঙ্গে তারা পাঁচটি দাবি ঘোষণা করেছিল।
ঘটনা তদন্ত করে পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) সাময়িক বহিষ্কার করে বরিশাল মহানগর পুলিশ (বিএমপি)। এর পর আজ সকালে দাবিদাওয়া পূরণ-সংক্রান্ত কোনো বক্তব্য না দিয়ে কেবল রোগীদের দুর্ভোগের কথা বলে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিল ইচিপ।