সকালে পরোয়ানা, বিকেলে জামিন

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় জামিন পেয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু। এর আগে একই মামলায় তিনিসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
আজ বুধবার বিকেলে ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক এ আবেদন মঞ্জুর করেন। মিন্টুর আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
এর আগে সকালে একই আদালত বিএনপি নেতা জয়নাল আবদীন ফারুক, আবদুল আউয়াল মিন্টুসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
এ ছাড়া এ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বরকতউল্লা বুলু, আমান উল্লাহ আমানসহ ২৪ জন আদালত থেকে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। তাঁরা আগে থেকে এ মামলায় জামিনে ছিলেন বলে জানিয়েছেন আইনজীবী মেজবাহ।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৬ জানুয়ারি হরতালের মধ্যে পল্টন থানা এলাকায় বিএনপি অফিসের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়। এ ঘটনায় ওই দিনই পল্টন থানায় মামলা হয়। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি পল্টন থানার উপপরিদর্শক (এসআই) বিবেকানন্দ দেবনাথ এ মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন।