প্রধান শিক্ষককে লাঞ্ছিত : বিসিএস শিক্ষা সমিতির নিন্দা

নারায়ণগঞ্জে পিয়ার সাত্তার লতিফ হাই স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর, কান ধরে ওঠ-বস করানো এবং সর্বোপরি বরখাস্তের ঘটনায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সমিতি মনে করে, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতরা সমাজের যতই ক্ষমতাবান হোন না কেন, যথাযথ তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে। কেননা এ ঘটনা সমাজে মূল্যবোধের চরম অবক্ষয়কেই নির্দেশ করে।
আজ বুধবার বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আহ্বায়ক অধ্যাপক নাসরীন বেগম ও সদস্য সচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমিতি লক্ষ করছে, এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতরা যেকোনোভাবে পার পেয়ে যায় বলে পুনরায় তারা এসব ঘটানোর দুঃসাহস দেখায়। তারা এতটাই লাগামহীন যে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটানোর পর সারা দেশে এমন আন্দোলন-প্রতিবাদের মুখেও আবার তারা প্রধান শিক্ষককে বরখাস্ত করেছে। এর আগেও ভাণ্ডারিয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সার্ভিসের একজন কর্মকর্তা-শিক্ষক জুনিয়র কর্মকর্তা এসিল্যান্ড দ্বারা লাঞ্ছিত হয়েছেন।
বিসিএস সাধারণ শিক্ষক সমিতি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তসাপেক্ষে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।