মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবি

রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন বিশিষ্ট নাগরিকরা। আজ মঙ্গলবার নাগরিক ঐক্যের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল্লাহ কায়সারের পাঠানো সংবাদ বিবৃতিতে বলা হয়, দেশের বিশিষ্ট নাগরিকরা কারাগারে আটক অসুস্থ মাহমুদুর রহমান মান্নার সুচিকিৎসার ব্যবস্থাসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক সময়ের জনপ্রিয় ছাত্রনেতা- চাকসুর জিএস, ডাকসুর দুবারের ভিপি- মান্না একজন দেশপ্রেমিক, সুপরিচিত রাজনীতিবিদ। মিডিয়া ব্যক্তিত্ব, লেখক, কলামিস্ট। মান্না মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপসহীন ভূমিকা রেখেছেন যা দেশের জনগণের অজানা নয়। তাঁকে আটক করে মানসিক নির্যাতন চালানো হচ্ছে। তিনি কারাগারে নিউমোনিয়া, হার্ট ও কিডনির সমস্যায় অসুস্থ হয়ে পড়েছেন তাঁর সুচিকিৎসার কোনো ব্যবস্থা না করায় দেশবাসী উদ্বিগ্ন। নাগরিক সমাজের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ করা হয়। প্রায় এক বছর চার মাস হলো বিনা বিচারে মান্না কারাগারে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁকে ডিভিশন দেওয়া হয়নি জামিনও দেওয়া হচ্ছে না। ন্যায়বিচার পেতে এবং তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে অবিলম্বে জামিনে মুক্তি দেওয়ার জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়।
মান্নার মুক্তি দাবি করে বিবৃতি দিয়েছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি এম. হাফিজউদ্দিন খান, গণস্বাস্থ্যের ট্রাস্টি সদস্য ডা. জাফরউল্যাহ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি সুব্রত চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মোহাম্মদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সি আর আবরার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহামদ কামাল, সুজনের সদস্য, লেখক ও কলামিস্ট মুহাম্মদ জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস হোসেন, সাবেক সংসদ সদস্য ও চাকসু ভিপি সৈয়দ মাযহারুল হক শাহ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, সাংবাদিক গোলাম মোর্তোজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, সাংবাদিক আশরাফ কায়সার, সাবেক সংসদ সদস্য ও সামাজিক আন্দোলনের আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবির হিরু, সাবেক চাকসু ভিপি নাজিমউদ্দিন আহাম্মদ, লেখক-গবেষক ও মানবাধিকারকর্মী রুবী আমাতউল্যা, গীতিকার শহীদুল্লাহ ফরায়জী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিউদ্দিন ভূইয়া প্রমুখ।