জেলায় জেলায় প্রতিবাদ সভা ও মিছিল

কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে ইয়াবা ব্যবসায়ীদের ছয় সাংবাদিককে কোপানোর ঘটনায় সারা দেশে প্রতিবাদের ঝড় বইছে।
গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে টেকনাফের নাজিরপাড়ায় ইয়াবা সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনায় আহত একাত্তর টিভির ক্যামেরাম্যান বাবু দাস এনটিভি অনলাইনকে জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে ইয়াবা সংক্রান্ত সংবাদ সংগ্রহের জন্য টেকনাফের নাজিরপাড়ার তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ভুট্টোর বাড়িতে যান তাঁরা। এ সময় টেলিভিশনের ক্যামেরা দেখে সাংবাদিকদের ওপর চড়াও হন ইয়াবা ব্যবসায়ীরা। একপর্যায়ে তাঁরা দা-কিরিচ নিয়ে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ওপর হামলা চালান। এতে তাঁরা চারজন আহত হন।
এ ব্যাপারে গতকাল রাতেই কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেছিলেন, হামলার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং হামলাকারীদের ধরার জন্য অভিযান চলছে। কিন্তু শনিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এদিকে এই ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ সভা এবং মিছিল করেছেন সাংবাদিকরা। প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার : গতকাল শুক্রবার বিকেলে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে শনিবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার প্রেসক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিক নেতারা বক্তব্য রাখেন।
সভায় বক্তারা বলেন, এ ঘটনায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী এবং সন্ত্রাসী বাহিনীর প্রধান একাধিক মামলার আসামি নুরুল হক ভুট্টো সরাসরি জড়িত। কিন্তু সবকিছু জানার পরেও রহস্যজনক ভূমিকা পালন করছে পুলিশ।
সভাশেষে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন সাংবাদিক নেতারা। শেষে রোববার ঘটনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
আইয়ুব আলী, ময়মনসিংহ : সাংবাদিকদের ওপর ইয়াবা ব্যবসায়ীদের হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাংবাদিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মীর গোলাম মোস্তফা, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মুসাসহ নেতৃবৃন্দ।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা অংশ নেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সাইফুল ইসলাম সজল, যশোর : টেকনাফের ঘটনার প্রতিবাদে আজ সকালে যশোরেও স্থানীয় সাংবাদিকদের নানা কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক ঘণ্টার মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর প্রেসক্লাবের সহসভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর এবং দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।
সাংবাদিকরা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা নতুন কিছু নয়। সাংবাদিকদের ওপর হামলার বিচার না করায় এ ঘটনা ঘটেই চলেছে। বক্তারা বলেন, কক্সবাজারের ইয়াবা সিন্ডিকেটের সঙ্গে সরকারি দলের অনেক নেতার সরাসরি সম্পর্ক রয়েছে। যে কারণে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। অবিলম্বের সাংবাদিকদের ওপর হামলাকারীদের আটক ও বিচার করা না হলে বড় ধরনের কর্মসূচি ঘোষণার হুমকি দেন বক্তারা।
মো. জালাল উদ্দিন, কুমিল্লা : সাংবাদিকদের ওপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে কুমিল্লাতেও মানববন্ধন করেছে কর্মরত সাংবাদিক ও সুশীলসমাজ।
আজ বেলা ১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার অর্ধশত সাংবাদিক অংশ নেন। আর মানববন্ধনে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন পেশাজীবী সাংবাদিকরা।
এম আর মুর্তজা, মাদারীপুর : মাদারীপুরে আজ বেলা সাড়ে ১০টার দিকে মাদারীপুর প্রেসক্লাবের সামনে টেকনাফে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুরের সাংবাদিক মহল ও সুধী সমাজের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে সময় টিভির মাদারীপুরের স্টাফ রিপোর্টার সঞ্জয় কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি গোলাম মাওলা আকন, বাসসের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর কবির, এনটিভির জেলা প্রতিনিধি এম আর মুর্তজা, আরটিভির জেলা প্রতিনিধি সেলিম ফরাজী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি শফিক স্বপন, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সাগর হোসেন তামিম, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি আঞ্জুমান জুলিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আনার দাবি জানান। অনুষ্ঠান পরিচালনা করেন এটিএন নিউজের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম খান।