ডিজিটাল সেবায় প্রথম হতে পারে ময়মনসিংহ : মন্ত্রিপরিষদ সচিব

ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে সব ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রশাসনের দক্ষ কর্মকর্তাদের গৃহীত উদ্ভাবনী প্রযুক্তিগুলো সারা দেশে বাস্তবায়ন শুরু হওয়ায় ডিজিটাল বিপ্লবে বদলে যাচ্ছে বাংলাদেশ।
সবার আন্তরিক সহযোগিতা পেলে উন্নয়ন ও অগ্রগতি এবং জনগণের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে ময়মনসিংহ বিভাগ দেশে প্রথম স্থান লাভ করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
ময়মনসিংহে প্রথম বিভাগীয় ইনোভেশন সার্কেলে উপস্থাপিত জনসেবায় উদ্ভাবন ও উদ্ভাবনী উদ্যোগগুলো আগামী ছয় মাসের মধ্যে মাঠ প্রশাসনে বাস্তবায়ন করার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব। প্রশাসনে উদ্ভাবন চর্চা-অগ্রগতি, সম্ভাবনা ও করণীয় আলোচনায় স্থান পায়। এতে জনবান্ধব ভূমি অফিসে রূপান্তর করার কৌশল অগ্রগতি ও পরবর্তী করণীয় উপস্থাপন করা হয়। স্থান পায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার উদ্ভাবনা-উদ্যোগ বাস্তবায়ন, অগ্রগতি ও বার্ষিক পরিকল্পনাসহ ভূমি, স্বাস্থ্য, মহিলা ও শিশুসহ অন্যান্য বিষয়। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে দৃষ্টান্তমূলক ভালো সেবা প্রদানের অভিজ্ঞতা উপস্থাপন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের উদ্যোগে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগের আয়োজনে আজ শুক্রবার সকালে ময়মনসিংহ বিভাগীয় প্রথম ইনোভেশন সার্কেল অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক সচিব নাছিমা বেগম, মন্ত্রিপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এটুআই প্রোগ্রাম স্পেশালিস্ট মানিক মাহমুদ, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, শেরপুরের জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, নেত্রকোনার জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল মতিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদ হোসেন চৌধুরী।
বিশেষ অবদান রাখায় ৬ কর্মকর্তা পুরস্কৃত
উদ্ভাবনী বিভিন্ন উদ্যোগ আবিষ্কার করার জন্য ময়মনসিংহ বিভাগে প্রশাসন ক্যাডারের ছয়জনকে ক্রেস্ট ও সনদপত্র দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পুরস্কারপ্রাপ্তরা হলেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন জাহান, ভালুকার ইউএনও কামরুল হাসান তালুকদার, ফুলবাড়িয়ার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আখতার, নান্দাইলের সাবেক সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, শেরপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) মুকতাদির আহমেদ ও নকলার সহকারী কমিশনার (ভূমি)।
এ ছাড়া বিকেলে জিমনেশিয়ামে দুদিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা, ২০১৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।