খাগড়াছড়িতে বাঙালি সংগ্রাম পরিষদের হরতাল চলছে

পার্বত্য চট্টগ্রাম থেকে সব সেনাক্যাম্প প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিলসহ সাত দফা দাবিতে পার্বত্য বাঙালি সংগ্রাম পরিষদের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
আজ সোমবার সকালে জেলা শহরের শাপলা চত্বর এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং, মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
এর আগে পৌরসভা ব্রিজ এলাকায় রাস্তায় টায়ার জ্বালাতে চাইলে পুলিশ তা কেড়ে নেয়। জেলা শহরের টমটমসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধে বিপাকে পড়েছে স্কুলের ছাত্রছাত্রীরা। বেশির ভাগ দোকানপাট বন্ধ আছে। এ ছাড়া খাগড়াছড়ি থেকে দূরপাল্লার সড়কে কোনো যানবাহন ছেড়ে যায়নি। জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ২৮ এপ্রিল পানছড়ির মোটরসাইকেল চালক মোহাম্মদ হোসেন, ২ মে মানিকছড়ির আল-আমিন অপহরণ, মানিকছড়িতে আবদুল মতিনকে হত্যা ও পরে তাঁর বাড়িঘরে অগ্নিসংযোগ, পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণার প্রতিবাদে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) কার্যক্রম বন্ধের দাবিতে এ হরতাল পালিত হচ্ছে।