নেত্রকোনায় নৌকা ৫, ধানের শীষ ৪

নেত্রকোনায় চতুর্থ দফায় বারহাট্রা ও কলমাকান্দা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে শনিবার ভোটগ্রহণ করা হয়। বেসরকারি ফলাফলে পাঁচটিতে আওয়ামী লীগের নৌকা, চারটিতে বিএনপির ধানের শীষ ও ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
জেলার বারহাট্টা সদর ইউনিয়নে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন। বাউসী ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হবি, সাহতা ইউপিতে আওয়ামী লীগের পল্টন সরকার ও আসমা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবুল হাসেম।
সিংধা ইউপিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মাহবুব মোর্শেদ ওরফে কাঞ্চন। রায়পুর ইউপিতে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হয়ে জয়ী হয়েছেন আতিকুল ইসলাম রাজু। চিরাম ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে জয়ী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
অপরদিকে কলমাকান্দা সদর ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ গোলাম মাওলা, নাজিরপুর ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী আব্দুল কুদ্দুছ বাবুল, কৈলাটি ইউপিতে বিএনপির রুবেল ভূঁইয়া, লেংগুড়াতে বিএনপির সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউপিতে বিএনপির ওবায়দুল হক মাস্টার, রংছাতিতে আওয়ামী লীগের তাহেরা খাতুন, বড়খাপন ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত হাদিছুজ্জামান ও পোগলা ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুজ্জামান রফিক নির্বাচিত হয়েছেন।