লক্ষ্মীপুরে কাউন্সিলর পদপ্রার্থীকে হত্যার হুমকি

লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মনিরুল করিম মনিরকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে প্রতিপক্ষ।
এ ঘটনায় আজ শুক্রবার সকালে মনিরুল করিম তাঁর নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে দুপুরে তিনি নিজ বাসভবন প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে হুমকির অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে মনিরুল করিম অভিযোগ করে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে শহরের মটকা মসজিদ এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রায়হান আমার পথরোধ করেন।’
মনিরুল আরো জানান, এ সময় রায়হানসহ তাঁর সহযোগী সোহেল, ছগির ও বেলাল অস্ত্র দেখিয়ে নির্বাচন থেকে সরে না দাঁড়ালে হত্যা করা হবে বলেও হুমকি দেন। একপর্যায়ে স্থানীয় লোকজনকে আসতে দেখে অস্ত্র লুকিয়ে সটকে পড়েন তাঁরা।
এ ব্যাপারে কথা বলার জন্য ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।