ময়মনসিংহে ট্রাকচাপায় দুই শিশুসহ নিহত আট

ময়মনসিংহে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার আট যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের সদর এলাকার গাছতলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের চারজনের পরিচয় পাওয়া যায়। তাঁরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলার হুগলা গ্রামের কাজল ফকির, তাঁর স্ত্রী শিরিন আকতার ও দুই শিশুপুত্র। অটোরিকশার চালকসহ নিহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোমেন মোর্শেদ এ তথ্য দিয়েছেন। ঘটনার পর ট্রাক রেখে পালিয়েছে চালক।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, গাছতলা বাজারের কাছে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে ময়মনসিংহগামী অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখী সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুই শিশু, এক নারী ও সিএনজি চালকসহ আট যাত্রী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ময়মনসিংহ রেঞ্চ উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার মঈনুল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।