নেত্রকোনায় সরকারি কর্মচারীকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

নেত্রকোনার কলমাকান্দায় এক সরকারি কর্মচারীকে মারধরের প্রতিবাদে কর্মবিরতি, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সরকারি কর্মচারীরা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলার অফিসের সব বিভাগে তালা লাগিয়ে এ বিক্ষোভ করেছে কর্মচারী সমন্বয় পরিষদ।
গতকাল সোমবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী মিজানুর রহমানকে এ মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসের ছোট ভাই সুজন বিশ্বাসসহ ১০ জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় মামলা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি শের সগির আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
মামলায় অভিযোগ করা হয়েছে, ঠিকাদারি কাজ না পাওয়ায় গতকাল রাতে সহযোগীদের সঙ্গে নিয়ে সুজন মিজানুর রহমানকে মারধর করেছে।