জুলহাজ হত্যায় কেউ শনাক্ত হয়নি, বললেন আইজিপি

সমকামী অধিকারকর্মী ও ইউএসএআইডির কর্মকর্তা জুলহাজ মান্নানের হত্যার ঘটনায় কাউকে শনাক্ত সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান আইজিপি।
এর আগে গত ২৯ এপ্রিল রাজধানীর কলাবাগানে জুলহাজ ও তাঁর বন্ধু তনয়কে হত্যার ঘটনায় তিনজনকে শনাক্ত করার কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ২৫ এপ্রিল বাসায় ঢুকে দুজনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ কে এম শহীদুল হক জানান, ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত জঙ্গিগোষ্ঠীর হাতে সংগঠিত হত্যাকাণ্ডের মধ্যে প্রায় ৯০ শতাংশ মামলার রহস্য উদঘাটিত হয়েছে।
পুলিশপ্রধান বলেন, ‘এসব হত্যাকাণ্ড টার্গেট কিলিং হওয়ায় সব ঘটনা রোধ করা সম্ভব হয়নি। কিছু কিছু জঙ্গি অপতৎপরতা ঘটিয়েছে। আমাদের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা সব রোধ করতে পারিনি।’
আইজিপি বলেন, ‘হত্যাকাণ্ডের পর বিভিন্ন সাইট থেকে যে দায় স্বীকার করা হয়, এসবের সঙ্গে গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া যায় না। আমরা দাবি করি, পৃথিবীর অনেক শক্তিশালী দেশের তুলনায় জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ বিশ্বের কাছে রোলমডেল হিসেবে পরিচিত। ২০১৩ থেকে আজ পর্যন্ত জঙ্গি সংগঠন কর্তৃক ৩৭টি হামলার ঘটনা ঘটেছে। আমরা ৩৪টি ঘটনা উদঘাটন করতে সক্ষম হয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের শীর্ষ কর্মকর্তা বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি বা গ্রেপ্তার করতে পারে না পুলিশ।