জয়পুরহাটে ভটভটির ধাক্কায় ভ্যানচালক নিহত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের থানা মোড় এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় বাদল (৩১) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। পুলিশ ভটভটিটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে।
আজ রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভ্যানচালক পাশের নওগাঁর বদলগাছি উপজেলার চকতাহের গ্রামের মৃত শরিফউদ্দিনের ছেলে।
সংশ্লিষ্ট পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ২টার দিকে আক্কেলপুর পৌর সদরের থানা মোড়ে সড়কের পাশে দাঁড়ানো একটি রিকশাভ্যানকে একই দিক থেকে আসা একটি ভটভটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক বাদল সড়কের ওপর ছিটকে পড়ে রক্তাক্ত জখম হন। পথচারীরা তাঁকে উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমনা বসাক মৃত ঘোষণা করেন।
এদিকে দুর্ঘটনার খবর জানতে পেরে আক্কেলপুর থানার পুলিশ পিছু ধাওয়া করে আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি নামক স্থান থেকে ভটভটিটি আটক করলেও এর চালক ও সহকারী ভটভটিটি ফেলে পালিয়ে যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনদের পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছে।