নেত্রকোনায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘গরিব-দুঃখীর বিচার পাওয়ার অধিকার, বর্তমান সরকারের অঙ্গীকার’ স্লোগান সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস।
নেত্রকোনা জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার উদ্যোগে আজ বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা জজ কে এম রাশেদুজ্জামান রাজা, জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাশেম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসেন আকন্দ, মুখ্য বিচারিক হাকিম মো. রোকনুজ্জামান, যুগ্ম জেলা জজ আফিয়া বেগম ও রোজিনা খান।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুল, ডেপুটি সিভিল সার্জন ডা. নীলোৎপল সরকারসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা।
র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবারও আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।