নেত্রকোনায় স্কুলছাত্র হত্যার ঘটনায় আসামি ২৬

নির্বাচন পরবর্তী সহিংসতায় নেত্রকোনার কেন্দুয়ায় রওশন ইয়াজদানি একাডেমির নবম শ্রেণির ছাত্র ইকবাল হোসেন খাঁ (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলায় ১৪ জনের নাম উল্লেখ্সহ অজ্ঞাত পরিচয়ের আরো ১২ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব।
ওসি জানান, বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নিহত ইকবালের বড় ভাই রোমান খাঁ বাদী হয়ে মামলাটি করেন। চন্দ্রলারা গ্রামের হাসিম উদ্দিন মোড়লের ছেলে সানোয়ার জাহান বিপুলকে মামলায় প্রধান আসামি করা হয়েছে।
নিহত ইকবাল ওই এলাকার সন্তোষ খাঁর ছেলে এবং পরাজিত ইউপি সদস্য পদপ্রার্থী সজিব খাঁর ছোট ভাই।
ঘটনার পর মঙ্গলবার সহকারী পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী বলেন, তৃতীয় দফা ইউপি নির্বাচনে গড়াডোবা ইউনিয়নে মেম্বার পদে জয় লাভ করেন রোকন মিয়া। পরাজিত হন সজিব খাঁ। এর জেরে সোমবার রাতে সজিব ও রোকনের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ঘের সময় ইকবাল আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
এদিকে ইকবাল হত্যার প্রতিবাদে এবং ঘাতকদের বিচারের দাবিতে কালোব্যাজ ধারণ করে বুধবার থেকে ইকবালের বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা দুইদিনের শোক কর্মসূচি পালন করছে।