ময়মনসিংহে প্রগতিশীল ছাত্রজোটের হরতাল চলছে

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যাসহ চলমান গুম, খুন, ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে দেশব্যাপী প্রগতিশীল ছাত্রজোটের ডাকে আধা বেলা হরতাল ময়মনসিংহে ঢিলেঢালাভাবে চলছে। আজ সোমবার সকালে হরতাল চলাকালে শহরে যানবাহন চলচল করতে দেখা গেছে। বাস ও ট্রেন চলাচলও স্বাভাবিক।
সকাল ৭টায় প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়নসহ বাম ছাত্র সংগঠন শহরে আলাদা মিছিল শুরু করে। মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে গাঙ্গিনারপাড়ে এসে শেষ হয়। পরে গাঙ্গিনারপাড় মোড়ে সমাবেশ করা হয়। ওই সময় ওই স্থানে হরতালের সমর্থনকারীরা গাড়ি চলাচলে বাধা দেয়।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের দোকানপাট খুলতে শুরু করে।
হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে অংশ নেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি সেজুতি চৌধুরী, সাধারণ সম্পাদক অজিত দাস, ছাত্র ইউনিয়ন সভাপতি নূরে সাদ অপি, সাধারণ সম্পাদক অনিক সরকার উদয়সহ নেতাকর্মীরা।
এ ছাড়া সকাল ৮টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো মিছিল ও হরতালের সমর্থনে পিকেটিং করেছে ।