অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট চলছে, দুর্ভোগ

বেতন-ভাতা বৃদ্ধি ও নৌপথে চুরি-ডাকাতি বন্ধসহ ১৫ দফা দাবিতে সারা দেশে শুরু হওয়া অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের দ্বিতীয় দিনের মতো চলছে।
ধর্মঘটের ফলে চট্টগ্রাম ও মংলা বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই, খালাস ও পরিবহন বন্ধ রয়েছে। আশুগঞ্জ বন্দর ও খুলনা লঞ্চঘাট থেকে ৬০০ পণ্যবাহী জাহাজ থেকে মালামাল লোড-আনলোড বন্ধ রয়েছে। বিভিন্ন ঘাটে আটকেপড়া শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
এদিকে, ধমর্ঘটের ফলে বরিশাল ঘাট থেকেও লঞ্চ ও জাহাজ ছেড়ে যায়নি।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম জানান, ১৫ দফা দাবি আদায়ের জন্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে প্রায় ১২ হাজার নৌযানের শ্রমিক-কর্মচারী তাঁদের কাজ বন্ধ রেখে কর্মবিরতি ও ধর্মঘট শুরু করেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিকরা।