নেত্রকোনায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নেত্রকোনার আটপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় আজ বুধবার রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
নেত্রকোনার আটপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকায় রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার দক্ষিণ সুখারী কমিউনিটি ক্লিনিকের উদ্যোগে আজ বুধবার দুপুরে এ সমাবেশের আয়োজন করা হয়।
কমিউনিটি গ্রুপ (সিজি) সভাপতি মো. শান্তু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ আজম।
মা সমাবেশে অন্যদের মাঝে বক্তব্য দেন ইউনিসেফ প্রতিনিধি মো. শাহজাহান কবীর, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশীষ কুমার ঘোষ, পিএইচডি জেলা সমন্বয়কারী মুকিম হোসেন, উপজেলা সমন্বয়কারী রউকুল আলম মিঠু প্রমুখ।
সমাবেশে এলাকার ৯০ জন গর্ভবতী মায়ের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, সুগার ও ইউরিন পরীক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয়।
বক্তারা বলেন, গর্ভবতী মায়েদের সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবার আওতায় আনার জন্য এ সমাবেশের আয়োজন করা হয়েছে।