ঝালকাঠিতে নদী দখল করে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির নলছিটি উপজেলার কুমারখালী মরা নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। সোমবার দুপুর ১২টায় নদীর তীরের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় মৎস্যজীবী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক জামাল হোসেন, কৃষক জাহাঙ্গীর হোসেন, মৎস্যজীবী জব্বার সিকদার ও আশ্রাফ জোমাদ্দার।
এ সময় বক্তারা অভিযোগ করেন, প্রায় ৩০ বছর আগে সুগন্ধা নদীর বুকে চর জেগে ওঠায় কুমারখালী এলাকা থেকে ১১৯ একরজুড়ে নদীতে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ওই অংশটি পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদীটি মৃত বলে ঘোষণা করে। তবে সুগন্ধা নদীর সঙ্গে সংযোগের কারণে জোয়ার-ভাটার পানি সচল থাকায় নদীর মৃত অংশে মাছ শিকার করে স্থানীয় ৩০০ পরিবার জীবিকা নির্বাহ করে। কৃষকরা ফসলের ক্ষেতে ওই নদী থেকেই পানি সরবরাহ করেন। গত ১৬ এপ্রিল স্থানীয় প্রভাবশালী অলিউর রহমান রুনু চৌধুরী, তাঁর ছেলে আসিব চৌধুরী ও রাজীব চৌধুরী ভাড়াটে লোকজন দিয়ে কুমারখালী মরা নদী দখল করে। ওই দিন থেকেই তাঁরা সুগন্ধা নদী থেকে জোয়ার-ভাটার পানি প্রবেশের স্থানটিতে বাঁধ দেওয়ার কাজ শুরু করে। স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বাঁধ নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেও কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ওই মহল। এর প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভে ফুঁসে উঠেছে। সোমবার দুপুর ১২টার দিকে তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। দ্রুততম সময়ের মধ্যে নদীতে বাঁধ দেওয়ার কাজ বন্ধ করার জন্য স্থানীয়রা প্রধানমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন।
আদালতের নির্দেশ হাতে পেলে কাজ বন্ধ করা হবে জানিয়েছেন অলিউর রহমান রুনু চৌধুরী।