জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে বিএনপি লিপ্ত : প্রধানমন্ত্রী

সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রে বিএনপি লিপ্ত বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘শফিক রেহমান, মাহমুদুর রহমানের নাম আমাদের করা না, আমেরিকার কোর্টে এটা প্রমাণিত।’
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আলোচনাসভায় শেখ হাসিনা এ কথা বলেন। আজ সোমবার আওয়ামী লীগ ওই সভার আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকার একটা গোয়েন্দা সংস্থার এ ধরনের কর্মকর্তাকে অর্থ দিয়ে কিনে ফেলেছে তারা। কেন? সেখানে ষড়যন্ত্র করেছে। কার বিরুদ্ধে? জয়। তাকে অপহরণ করবে তাকে হত্যা করবে সে ষড়যন্ত্রে লিপ্ত তারা। শফিক রেহমান, মাহমুদুর রহমানের নাম আমাদের করা না, আমেরিকার কোর্টে এটা প্রমাণিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, তাকে গ্রেপ্তার করলে সেটা নাকি খুব নিন্দা হয়ে যায়। আর যারা ষড়যন্ত্র করবে তাদের সমর্থন করে। কেন? এ প্রশ্নটা জাতির কাছে রেখে গেলাম।’
শেখ হাসিনা বলেন, ‘আমাদের কেউ মারা গেলে, আঘাতপ্রাপ্ত হলে আমাদের কি কোনো মানবাধিকার নেই? আমাদের কি এ দেশে বাঁচার অধিকার নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এরা কি বাংলাদেশের মানুষ না? বাংলা নববর্ষ পালন করতে দিবে না? বাংলা নববর্ষ শুরুই তো করে সম্রাট আকবর। তার পূর্বে করেছিল ইলিয়াস শাহ। আমাদের দেশে বহুমুখী কিছু চরিত্র আছে। দেশবাসীকে এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। মুক্তচিন্তা যদি পর্নোচিন্তা হয়, মুক্তচিন্তা যদি বিকৃত লালসার হয়, বিকৃত মানসিকতার হয়, নোংরা, জঘন্য ভাষায় যদি লেখা হয়, এটার নাম নিশ্চয়ই মুক্তচিন্তা নয়। এটা বিকৃত মানসিকতা।’
১৯৭১ সালে মুজিবনগর সরকার যে শপথ নিয়েছিল সেই শপথের ভিত্তিতেই বর্তমান সরকার দেশ পরিচালনা করছে বলে জানান শেখ হাসিনা। উন্নয়নের ক্ষেত্রে সরকার প্রতিটি পদক্ষেপ হিসাব করে দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য, ধনী-দরিদ্রের ব্যবধান কমানো।’ সব ষড়যন্ত্র মোকাবিলা করে সরকার দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
জনগণের জীবনমান উন্নয়নে দলীয় নেতা-কর্মীদের আরো এগিয়ে আসার তাগিদ দেন প্রধানমন্ত্রী।