পানছড়িতে অস্ত্রসহ দুজন আটক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার বিকেলে তাঁদের আটক করা হয়।
এঁরা হলেন উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের জগপাড়া গ্রামের রূপান্ত চাকমা (৩০) এবং দুধুকছড়ি সূর্যচন্দ্রপাড়ার হেমন্ত চাকমা (৩২)।
পানছড়ি ২০ বিজিবি জানায়, শনিবার বিকেল ৫টার দিকে লোগাং বিজিবি ক্যাম্প অতিক্রম করার সময় সন্দেহজনকভাবে রূপান্ত চাকমাকে আটক করা হয়। আটকের পর লোগাং ক্যাম্পে তাঁকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে রূপান্তর দেওয়া তথ্য মতে, নায়েক সুবেদার জুলফিকার আলীর নেতৃত্বে লেন্ডিয়াপাড়ার মণিপুর এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও হেমন্ত চাকমাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দেশীয় একটি সক্রিয় এলজি উদ্ধার করা হয়।
আজ রোববার আটককৃতদের পানছড়ি থানায় সোপর্দ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, এ ব্যাপারে ১৮৭৮ সালে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় মামলা দায়ের হয়েছে।