৪০ জনকে ফেরত দিল বিএসএফ

নেত্রকোনায় ৪০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল বুধবার রাত ১১টার দিকে তাদের ফেরত দেয় বলে জানান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক।
আজ বৃহস্পতিবার হাবিবুর রহমান জানান, ফেরত দেওয়া ৪০ জনই বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী জনজাতীর। এরা সবাই ভারতীয় সীমান্তের নেত্রকোনা জেলার দুর্গাপুরের বাসিন্দা।
বুধবার দুপুরের দিকে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয় রাজ্যে ঢুকে যায় তারা। তখন বিএসএফের জোয়ানরা তাদের আটক করে।
বিষয়টি জানতে পেরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের ফেরত আনার উদ্যোগ নেয়। এ নিয়ে রাতেই ওপারে পতাকা বৈঠক হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবীর জানান, আলোচনা শেষে রাতে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের ফেরত আনা হয়। তাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় হস্তান্তর করা হবে বলে জানান ওসি।