নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

নেত্রকোনা সদরের চল্লিশা এলাকার ঝাউশী গ্রামে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
চল্লিশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মাহবুব-উল-মজিদ বলেন, ‘ঝাউশী গ্রামের জনৈক ব্যক্তি সকাল ৮টার দিকে রেললাইন দিয়ে যাওয়ার সময় এক মহিলার লাশ পড়ে থাকতে দেখে আমাকে জানায়। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশ ও জিআরপি পুলিশকে অবহিত করি।’
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ (জিআরপি) ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে মোহনগঞ্জগামী আন্তনগর ‘হাওর এক্সপ্রেস’- এর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নারীর মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।