ভৈরবে ইয়াবাসহ আ. লীগ নেতার ছেলে গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগ নেতার এক ছেলে ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৭০টি ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
পুলিশ তাদের কিশোরগঞ্জ আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভৈরবসহ আশপাশের থানায় মাদক আইনে একাধিক মামলা আছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার।
পুলিশ জানায়, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ভৈরব পৌর আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জজ মিয়ার বাড়িতে অভিযান চালান। অভিযানে ওই আওয়ামী লীগ নেতার ছেলে ও এলাকার চিহ্নিত মাদকদ্রব্য বিক্রেতা স্বপন মিয়া ওরফে ইয়াবা স্বপনকে (৪২) তাঁর সহযোগী আল আমিনসহ (২৫) গ্রেপ্তার করে। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে ৭০টি ইয়াবা জব্দ করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, আটক স্বপন তাঁর বাবার রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্যসহ ভারতীয় চোরাই মসলা ও পণ্যের ব্যবসা চালিয়ে আসছিল। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ইত্যাদি চোরচক্রের হোতা হিসেবে কাজ করারও অভিযোগ আছে বলে জানায় সূত্র।
এ বিষয়ে জানতে চাইলে ভৈরব উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা নাম প্রকাশ না করার শর্তে এনটিভি অনলাইনকে জানান, নীতি নির্ধারকদের উচিত এসব আগাছা দল থেকে ঝেরে ফেলা। এরা সমাজ ও রাষ্ট্রের জন্য যেমন বিষাক্ত কীট, তেমনি দলের জন্যও মারাত্মক ক্ষতিকর।