গণতন্ত্রের কথা বলা ব্যক্তিরাই গণতন্ত্রকে হত্যা করেছে : তথ্যমন্ত্রী

যারা গণতন্ত্রের কথা বলে তারাই দেশে যুদ্ধাপরাধী ও জঙ্গি আমদানি করে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, রাজাকার, জঙ্গি ও যুদ্ধাপরাধী কাঁধে নিয়ে গণতন্ত্র খুঁজে পাওয়া যায় না।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিরবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
তথ্যমন্ত্রী দেশীয় সংস্কৃতি বুকে ধারণ করে যুদ্ধাপরাধী ও রাজাকার দমনে শিক্ষার্থীদের শপথ নেওয়ার আহ্বান জানান।
হাসানুল হক ইনু বলেন, যাঁরা একাত্তরের খুনিদের নিজ ঘরে ঢুকিয়েছেন তারাই মানুষ পোড়ানো সন্ত্রাসীদের ঘরে ঢুকিয়েছে। তাদের গণতন্ত্রের ঘর থেকে বাইরে রাখতে হবে। মানুষ পোড়ানো সন্ত্রাসী যদি খারাপ হয়, রাজাকাররা যদি খারাপ হয়, তাহলে তাদের মদদদাতা বিএনপিও খারাপ। রাজাকার যদি খারাপ হয়, তাহলে রাজাকারের মা খালেদা জিয়াও খারাপ। রাজাকারদের যদি বর্জন করতে হয়, তাহলে খালেদা জিয়াকেও বর্জন করতে হবে।
কালিরবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রতন সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন জাহান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলী, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাদিক হোসেন, ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু ও প্রধান শিক্ষক শহিদ উল্লাহ প্রমুখ।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।