নেত্রকোনায় নদীতে ডুবে দুই শিশু নিহত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের শিবনগর হাতখিরা গ্রামে বাগড়া নদীতে ডুবে দুই শিশু নিহত হয়েছে। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
ওই দুই শিশুর নাম হলো জাহিদুল ইসলাম (৩) ও সামিয়া আক্তার (২)। এদের মধ্যে জাহিদুল হাতখিরা গ্রামের আবদুল জলিলের ছেলে। আর সামিয়া একই গ্রামের আবদুল করিমের মেয়ে।
নিহত জাহিদুলের চাচা আবদুর রহিম জানান, দুপুরে শিশু দুটি দড়ি নিয়ে নদীর পাড়ে খেলছিল। একপর্যায়ে তারা নদীতে পড়ে দুজন ডুবে যায়।
আবদুর রহিম আরো জানান, দীর্ঘক্ষণ দুজনকে না পাওয়ায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, লাশ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।