ফরিদপুরে দুই বাড়িতে ডাকাতের লুটপাট, আহত ৩

ফরিদপুরের বোয়ালমারীর দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুরি গ্রামে স্বপন সাহা ও তপন সাহা নামের দুই ভাইয়ের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন তিনজন।
স্বপন সাহা জানান, রাত ৩টার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা বাড়ির প্রায় সব ধরনের মূল্যবান সামগ্রী লুট করে। সেই সঙ্গে তাঁর ভাই তপন সাহার বাড়ির লোহার গ্রিল কেটে ভেতরে ঢুকে ঘরে থাকা সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে তপন সাহা(৪৫), তাঁর স্ত্রী করুণা রানী সাহা (৩৫) ও মেয়ে পলি সাহা (১৪) গুরুতর আহত হন।
আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ডাকাতির ঘটনা জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের দ্রুত খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।