বিদ্যুৎ পেল পূর্বধলার ২০০ পরিবার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় দুই শতাধিক পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের বাড়ীয়ল ও জুরাম গ্রামের এসব পরিবারের মধ্যে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক।
মো. নূরুল আমীন খানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মজিবুর রহমান, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।
সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক বলেন, সরকার সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ থেকে শুরু করে সব ধরনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দিচ্ছে মানুষের দ্বারে দ্বারে। ২০২১ সালের মধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে খ্যাতি অর্জন করবে। বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। বর্তমান সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার বেশির ভাগই বাস্তবায়িত হয়েছে। ২০১৮ সালের মধ্যে কোনো গ্রাম আর বিদ্যুৎহীন থাকবে না।
ওয়ারেসাত হোসেন বেলাল আরো বলেন, পূর্বধলা কৃষিপ্রধান এলাকা। তাই কৃষকের প্রধান চাহিদা ইরি ও বোরো সেচ প্রকল্প। সেচ প্রকল্পে কৃষকদের ফসল উৎপাদনে যাতে কোনো বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে বিদ্যুৎ বিভাগকে বিশেষ দৃষ্টি রাখতে হবে।