যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ধর্মঘট

স্থানীয় যুবদল নেতা মাসুদুল হাসানের ওপর হামলার প্রতিবাদে ধর্মঘট করেছেন কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই বাজারের ব্যবসায়ীরা।
আজ বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হয়। এ সময় বাজারের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।
গত ৪ এপ্রিল রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন বৌলাই ইউনিয়ন যুবদলের সভাপতি ও স্থানীয় বাজার সমিতির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মাসুদুল হাসান। এ সময় তিনি বাজারে নিজ ফার্মেসিতে কাজ করছিলেন। ধারালো অস্ত্রের একাধিক আঘাতে মাথা, হাত, পিঠ ও পায়ে মারাত্মক আঘাত পান তিনি। তাঁকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বর্তমানে মাসুদুলের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়।
বৌলাই বাজার সমিতির সভাপতি রজব আলী বলেন, অবিলম্বে হামলাকারীদের আটকসহ বিচারের দাবিতে ধর্মঘট আহ্বান করা হয়েছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পরিবারের সদস্যদের অভিযোগ, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের কারণেই আওয়ামী লীগের নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকরা হামলার ঘটনা ঘটিয়েছে।
গত ২২ মার্চ প্রথম পর্যায়ে অনুষ্ঠিত বৌলাই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন জয়ী হন। বিএনপির প্রার্থী সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূরুল হক বাচ্চু পরাজিত হন। তিনি বলেন, আওয়ামী লীগ প্রার্থী আওলাদ হোসেনের দুই ছেলে আরমান ও সুলতান এবং ভাই মস্তান মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলার ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শফিক বলেন, মাসুদুল হাসানের ওপর হামলার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে আটক করেনি।