কিশোরগঞ্জে বিএনপি-যুবদলের দুই নেতা কারাগারে

কিশোরগঞ্জে অবরোধ কর্মসূচি চলাকালে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুব-উল-ইসলাম এ আদেশ দেন।
ওই দুজন হলেন ভৈরব উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান ও ভৈরব পৌর যুবদলের সভাপতি হানিফ মিয়া।
এর আগে দুই নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত বছরের ২০ জানুয়ারি সন্ধ্যায় বিএনপির অবরোধ চলাকালে ভৈরব পৌর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর এলাকায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন উপপরিদর্শক (এসআই) মমতাজ আলী বাদী হয়ে ভৈরব থানায় ওই দুজনসহ ৪৬ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আখতারুজ্জামান ও হানিফ মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন।
গত বছরের ১৬ সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের মিয়া ৫১ জনের নাম উল্লেখ করে অভিযোগপত্র দাখিল করলে আদালতে তা গৃহীত হয়।
মামলায় আসামিপক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মিজানুর রহমান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন কৌঁসুলি (পিপি) শাহ আজিজুল হক।