তনু হত্যা : নেত্রকোনায় ছাত্র ইউনিয়নের ধর্মঘট পালিত

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধনের মাধ্যমে ধর্মঘট পালন করেছে ছাত্র ইউনিয়ন নেত্রকোনা জেলা শাখা।
নেত্রকোনার উদ্যোগে সোমবার দুপুর ১২টায় সাতপাই আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনের সড়কে ক্লাস বর্জন করে মানববন্ধনের মাধ্যমে এক ঘণ্টা ধর্মঘট পালন করেন।
মানববন্ধনে শিক্ষার্থী ছাড়াও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় স্কুলটির প্রধান শিক্ষক লুৎফুর রহমান ফকির বলেন, আজ বিচারহীনতার কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। একটির বিচারও যদি সঠিক নিয়মে হতো, তাহলে তনুরা এভাবে ধর্ষণের শিকার হয়ে মরতে হতো না। তাঁরা সব ধর্ষণ ও হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।