কেরানীগঞ্জে গণহত্যা দিবস পালন

কেরানীগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধা নিবেদন। ছবি : এনটিভি
প্রতি বছরের মতো এবারও কেরানীগঞ্জে যাথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করা হয়েছে। দল-মত নির্বিশেষে এই দিবস পালন করে কেরানীগঞ্জবাসী।
দিবসটি উপলক্ষে কোরান খতম, দোয়া মাহফিল, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণসহ শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৯৭১ সালের এই দিনে পাকহানাদার বাহিনী রাতের আঁধারে কেরারীগঞ্জের নিরীহ গ্রামবাসীর ওপর হামলা চালিয়ে গণহত্যা চালায়। সেই সময় এলাকার শত শত নারী, পুরুষ ও শিশু নিহত হয়।
দিবসটির স্মরণে কেরানীগঞ্জের মনুরবাগ ঢালের স্মৃতিসৌধে সাবেক সাংসদ মোস্তফা মহসীন মন্টু, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ, উপজেলা প্রশাসন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।