ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা

সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় আজ শুক্রবার থেকে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টার দিকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম কাওছার হোসেনের নেতৃত্বে বের হওয়া শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এ টি এম কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজুল ইসলাম ও রেভিনিউ ডেপুটি কালেক্টর অরবিন্দ বিশ্বাস বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিভিন্ন মৌজার হেডম্যান, কার্বারিসহ এলাকার প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশে ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জনগণকে সেবা দিতে এপ্রিলের প্রথম সপ্তাহকে ভূমি সেবা সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে।