নেত্রকোনায় আ.লীগ প্রার্থীর ভাই গুলিতে নিহত

ব্যালট পেপার ছিনতাইয়ের সময় নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ছোট ভাই গুলিতে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দিনভর ভোট শেষে সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের আদাউড়া কেন্দ্রে ভোট গণনার সময় এ ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের।
নিহত গোলাম কাওছার (২৮) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ইসহাকের ভোট ভাই।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে আদাউড়া কেন্দ্রে ভোট গণনার সময় কাওছার ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাতে বাধা দেয়। একপর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। ভোটকেন্দ্র ও আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন কাওছার। গুরুতর অবস্থায় তাঁকে খালিয়াজুরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, কাওছার কাদের গুলিতে নিহত হয়েছেন কি না, তা জানা নেই। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।