১০ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

সারা দেশের ১০টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
শান্তিপূর্ণ পরিবেশে চলছে ফেনীর সোনাগাজী পৌরসভার ভোটগ্রহণ। এ নির্বাচনে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন আর মহিলা কাউন্সিলর পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কক্সবাজারের মহেশখালী ও চকোরিয়া পৌরসভা নির্বাচেন ভোট গ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ, ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। মেয়র পদে দুজন, কাউন্সিলর পদে ৫০ জন এবং মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ২০ জন।
ঝালকাঠি সদর, ফরিদপুরের ভাঙা পৌরসভায়ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।