সাতক্ষীরায় নির্বাচনী সংঘর্ষ, ইউপি সদস্যসহ আহত ১৮

সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচনী সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে ইউনিয়নের পুষ্পকাটিতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ইউপি সদস্য মোশাররফ হোসেন এবং ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসাদুল হকের ছেলে শরিফুল ইসলাম, সোহেল, জিয়ারুল, আসাদুল ইসলাম, লাপ্পা, ওমর ফারুক মুকুল ও আহাদ। তাঁদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকালে পুষ্পকাটিতে আসাদুল হকের শো ডাউন চলাকালে ইউপি সদস্য মোশাররফ হোসেন তাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁরা তাঁকে লাঞ্ছিত করেন। এরই জেরে ইউনিয়নজুড়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমাদুল ইসলামের সমর্থকদের সঙ্গে আসাদুলের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়।
এ ঘটনায় শরিফুল ইসলাম ও মোশাররফ হোসেনসহ ১১ জন আহত হন। কুলিয়ার আশু মার্কেটে ১২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ইউপি সদস্য আবদুল হান্নানের বাড়িঘরও ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘সকালের দিকে দফায় দফায় এই সংঘর্ষ হলেও পুলিশ তা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনে। আচরণবিধি লঙ্ঘনের আর কোনো ঘটনা যাতে না ঘটে সেজন্য দুই পক্ষকেই সতর্ক করা হয়েছে।’
অপরদিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের মনিপুর খেয়াঘাটে বিএনপিদলীয় প্রার্থী রুহুল কুদ্দুসের সমর্থকদের ওপর আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলমগীর আলম লিটনের সমর্থকরা হামলা চালালে সাতজন আহত হন। তাঁদের খুলনার কয়রা হাসপাতালে ভর্তি করা হয়েছে।