ময়মনসিংহে এগারো জনের নামে মামলা

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে বিরোধে বীথি নামে ১৭ মাস বয়েসী মেয়ে শিশুকে ছুরিকাঘাতের ঘটনায় ময়মনসিংহ নান্দাইল থানায় মামলা দায়ের করা হয়েছে। গুরুতর আহত বীথির বাবা দীন ইসলাম বাদী হয়ে দুই নারীসহ ১১ জনকে আসামী করে রোববার রাতে এই মামলা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান আজ দুপুরে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। আসামীরা হলেন পুইট্টা শাহজাহান, আলমগীর, এমদাদুল, হাবিবুর, আব্দুল হাই, শাহাদৎ, হাবিবুল্লাহ, জিল্লুর রহমান, সাইফুল, দেলোয়ারা ও হেলেনা খাতুন ।
ওসি জানান, রোববার রাতভর পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ঈশ্বরগন উপজেলায় আসামীদের ধরতে অভিযান পরিচালনা করে পুলিশ।
এর আগে গত রোববার সকাল ১১টার দিকে শিশু আহতের ঘটনায় করা মামলার প্রধান আসামী শাহজাহান বিরোধপূর্ন জমিতে ঘর তুলেত গেলে দীনু বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান দা দিয়ে দীনুকে কোপ দিতে গেলে দীনু দৌড় দেয়। এ সময় ঘরে থাকা দীনুর মেয়ে বীথিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে শাহজাহান। এতে ছুরি বীথির পেটে ভেদ করে পিঠের দিকে বেড়িয়ে যায়। এবং শিশু বীথির নাড়ি-ভুড়ি বেড়িয়ে পরে।