বিনা টিকেটে ট্রেন ভ্রমণ, ভৈরবে ৭০৬ জনকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন। পুরোনো ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ রেলওয়ে বিশেষ অভিযান চালিয়ে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ৭০৬ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভৈরব রেলওয়ে জংশনে এ অভিযান চালানো হয়।
ভৈরব বাজার রেলওয়ে জংশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব রেলওয়ে স্টেশনে বিরতি দেওয়া ১৭টি আন্তনগর আপ-ডাউন ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ৭০৬ জন যাত্রীকে আটক করে টিকেটের মূল্যসহ এক লাখ ৩৬ হাজার ৬৯০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিশেষ অভিযানে রেলওয়ের ২৬ জন টিসি (টিকেট চেকার) ও চারজন পরিদর্শক অংশ নেন।
ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।