আশুলিয়ায় বাস চাপায় ইউপি সদস্য নিহত

সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুর রহমান নিহত হয়েছেন। আজ দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউপি সদস্য আবদুর রহমান বাইশাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুস আলীর ছেলে।তাঁর লাশ ধামরাই থানায় পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টা দিকে ব্যক্তিগত কাজ সেরে সাভার থেকে মোটরসাইকেলযোগে ধামরাইয়ের বিলবাউটিয়া এলাকায় নিজ বাড়িতে যাচ্ছিলেন আবদুর রহমান। নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বেপরোয়া গতিতে আসা স্থানীয় খেয়া পরিবহন পিছন থেকে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্যের মৃত্যুতে বাইশাকান্দা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে বেলা ১১টার দিকে বাইপাইল-আব্দুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার ছয়তলা এলাকায় যাত্রীবাহী বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক নারী নিহত হয়েছেন।পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, খবর পেয়ে পুলিশ নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাস্থলে পৌঁছে বাস ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। কিন্তু জামগড়া এলাকায় দুর্ঘটনায় বাস ও বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।