ভৈরবে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ২ ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও শিক্ষানবিস আইনজীবী ইসমাইল হোসেন পলাশ হত্যা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ভৈরবপুর উত্তর এলাকার নিজ বাড়ি থেকে জাকির (৪৫) ও মোশাররফ (৪২) নামের দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, গত সোমবার গভীর রাতে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোলপ্লাজাসংলগ্ন বাবুল কমিউনিটি সেন্টার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন কিশোরগঞ্জ জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী ও ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন পলাশ। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গতকাল রাতে নিহত পলাশের ছোট বোন শারমিন আক্তার পুতুল বাদী হয়ে গ্রেপ্তার দুই সহোদরসহ তাঁদের ছয় ভাই ও এক বোনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনের নামে একটি হত্যা মামলা করেন। জমিসংক্রান্ত বিরোধের জেরে আসামিরা তাঁর ভাই পলাশকে নির্মমভাবে হত্যা করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করেন পুতুল।
এরপর গত রাতেই নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। মামলায় এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠপর্যায়ে তৎপরতা চালাচ্ছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন ভৈরব থানার ওসি।