‘অস্ত্র ঠেকিয়ে পুলিশ জমি নিয়েছে’

ময়মনসিংহের ভালুকা উপজেলার বৃদ্ধ মোহাম্মদ আবজস আলী আবারও অভিযোগ করেছেন, অস্ত্রের মুখে তিন পুলিশ সদস্য ও চার ব্যক্তি তাঁর প্রায় তিন কোটি টাকা মূল্যের জমি হাতিয়ে নিয়েছে।
urgentPhoto
রোববার ময়মনসিংহে নিজ আইনজীবী নজরুল ইসলামের চেম্বারে এনটিভি অনলাইনকে এ কথা জানান আবজস আলী।
গত ২৪ ফেব্রুয়ারি এনটিভি অনলাইনে ‘বৃদ্ধের জমি লিখে নিলেন তিন এসআই’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, নিজেদের ব্যবসায়ী পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভালুকা থানা পুলিশের তিন উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। বিষয়টি মীমাংসা করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ১২ লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
জমি ফেরত পাওয়ার আশায় এখন আদালতের শরণাপন্ন হয়েছেন ৮০ বছর বয়স্ক আবজস আলী।
আবজস আলী বলেন, ‘আমারে বলে, চা খায়া আসি। দোকানে নিয়া একজন ধরছে আমার বাম বাজা, আরেকজন ধরছে আমার ডান বাজা। আরেকজন কোমরে অস্ত্র ঠেকাইছে। আঙুলে কালি ভরাইছে। হেই কাগজে টিপ নিছে। আমি বুড়া মানুষ ডরাইছি, ভয় পাইয়া জানের ভয়ে টিপ দিছি, আমারে কোনো টেহগা-পয়সা দেয় নাই। আমি মামলা করাম।’
আবজস আরো বলেন, ‘জোর করে টিপ নিছে, একটা পয়সাও দেয় নাই। ওসি আমার কাছ থাইকা কাগজ ছিনাইয়া নিছে, ফেরত দেয় নাই। আমি এর বিচার চাইম তো, বিচার চাই। আমি মামলা করাম তো মামলা করাম। পুলিশ হুমকি তো দিছেই, এই হানো টিপ দেন। টিপ না যদি দিই, এহনি দিয়াম মাইরা নিয়া। যদি টিপ না দিই রাস্তায় নিয়া আমারে মাইরা ফালাইয়া থুব। জান বাঁচান লাগবো তো, ভয় পাইয়া টিপ দিছি।’
জমি দখলের অভিযোগ ওঠা তিন এসআই হলেন ফায়েজুর রহমান, রুহুল আমীন ও ফারুক হোসেন। এ ব্যাপারে এসআই ফায়েজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘অস্ত্র ধরা, জোর করে টিপসই নেওয়া এসব অসম্ভব কাজ। আমি কিছু জানি না।’ তিনি আরো বলেন, ‘এখানে সাব-রেজিস্ট্রারেরও অনেক দায়িত্ব আছে।’