নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নেত্রকোনা-মোহনগঞ্জ রেল সড়কের নেত্রকোনা সদরের বাংলা স্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেন নেত্রকোনা সদরের বাংলা স্টেশন এলাকায় এলে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবকের বয়স ৩০-৩৫ বছর হতে পারে। লাশ শনাক্তকরণের চেষ্টা চলছে।
ওসি জানান, রাতে মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি বাংলা স্টেশনের কাছে এলে ওই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান ওই যুবক।