নেত্রকোনায় অটোরিকশাচাপায় শিশু নিহত

নেত্রকোনা সদর উপজেলার বাংলা ইউনিয়নের পঞ্চাননপুর এলাকায় অটোরিকশাচাপায় রুপালি (৬) নামের একটি শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুপালি ওই ইউনিয়নের পঞ্চাননপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে শিশুটি রাস্তার পাশে খেলছিল। অসাবধানবশত হঠাৎ দৌড়ে রাস্তায় চলে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।