নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নেত্রকোনায় ট্রেনে কাটা পড়া নারীর লাশ ঘিরে উৎসুক জনতার ভিড়। ছবি : এনটিভি
নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে মারা গেছেন এক নারী। আজ সোমবার ভোরে নেত্রকোনা-মোহনগঞ্জ রেলপথের নেত্রকোনার বড় স্টেশন ও কোর্ট স্টেশনের মধ্যবর্তী স্থানে সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে।
নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, ভোর সাড়ে ৫টার দিকে আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী এক নারী। নিহতের লাশ শনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানান তিনি।
স্টেশন মাস্টার শেখ শাহাবুদ্দিন আহমেদ জানান, রাতে ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি আজ ভোরে সাতপাই স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।