নেত্রকোনার নতুন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান

অনানুষ্ঠানিকভাবে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন ড. মো. মুশফিকুর রহমান। জেলা প্রশাসক হিসেবে কর্মরত ড. তরুণ কান্তি শিকদার যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর ২৬ ফেব্রুয়ারি তিনি নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
জেলা প্রশাসক হিসেবে নেত্রকোনায় যোগদানের আগে ড. মুশফিকুর রহমান সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ১৩তম ব্যাচের একজন সদস্য। ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
শিক্ষাজীবনে ড. মো. মুশফিকুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি সায়েন্স অনুষদ থেকে মাইক্রোবায়োলজি বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীকালে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে প্যাথলজির ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি সরকারি শিক্ষা বৃত্তি নিয়ে ২০০৬ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ও উন্নয়ন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।
ড. মুশফিকুর ভারত সরকারের আইটিইসি বৃত্তি নিয়ে ই-গর্ভনেন্সের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সরকারি কাজে যুক্তরাষ্ট্র, সুইডেন, স্পেন, জাপান, চীন, রাশিয়া, ভারত, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড প্রভৃতি দেশ সফর করেছেন।
কর্মক্ষেত্রে যোগদানের পর ড. মুশফিকুর নেত্রকোনা জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবার পরিকল্পনা, গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ, নদীশাসন, ভূমি ব্যবস্থাপনা, খেলাধুলা, সংস্কৃতি ও নেত্রকোনা জেলার সামগ্রিক উন্নয়নে উপমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি ও জেলার সকল বিভাগে কর্মরত কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন।