ফরিদপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে : এলজিআরডিমন্ত্রী

এলজিআরডিমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীনিবাসের উদ্বোধনকালে বক্তব্য দেন। ছবি : এনটিভি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, গ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে ফরিদপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীনিবাসের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।
এলজিআরডিমন্ত্রী বলেন, ফরিদপুরের শিক্ষার্থীদের আর দূরে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হবে না। বরং অন্য জেলা থেকে শিক্ষার্থীরা ফরিদপুরে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসবে।
এ সময় সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহাবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাঈনুদ্দিন আহমেদ মানু, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী প্রমুখ উপস্থিত ছিলেন।