ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ১০ জন।
সংঘর্ষ থামাতে পুলিশ ৭৩টি শটগানের ফাঁকা গুলি ও আটটি টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন রাখা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার এক যুবকের মোবাইল ফোন ভেঙে ফেলা নিয়ে তাম্বুলখানা ও পার্শ্ববর্তী সাইচা এলাকার বেশ কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বুধবার ফজরের নামাজের পর দুই এলাকার কয়েক হাজার মানুষ ঢাল ও সড়কি নিয়ে হামলার প্রস্তুতি নেয়। সকাল ৭টার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে আটক করা হয় ২০ জনকে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।