তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

তৌহিদ আফ্রিদিকে রোববার বরিশাল থেকে গ্রেপ্তার করে পুলিশ । ছবি : এনটিভি
জুলাই গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় করা মামলার আসামি কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৪ আগস্ট) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
জুলাই গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলার আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া এই মামলায় তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকেও আসামি করা হয়, যাকে গুলশান থেকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।