অপহরণের ৮ দিন পর চোখ বেঁধে মুক্তি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম এলাকা থেকে অপহৃত দুজনকে ছেড়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেল ৪টার দিকে জেলা সদরের ভাইবোনছড়ার দুর্গম এলাকায় চোখ বাঁধা অবস্থায় তাঁদের মুক্তি দেওয়া হয়।
এরা হলেন ঠিকাদারি কাজের ব্যবস্থাপক মো. রুহুল আমিন (৫০) ও ঠিকাদার সহকারী সাইফুদ্দিন শাহিন গাজী (৩৫)। তারা দুজনই পিরোজপুরের বাসিন্দা।
গত ১৪ ফেব্রুয়ারি তাদের উপজেলার দুর্গম তালতলা এলাকা থেকে অপহরণ করা হয়। তবে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে নাকি মুক্তিপণের বিনিময়ে তাঁরা ছাড়া পেয়েছেন এ ব্যাপারে কেউ মুখ খুলছেন না।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জাব্বার দুজনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পানছড়ি-গৌরাঙ্গপাড়া সড়কের পানছড়ি বাজার থেকে মরাটিলা পর্যন্ত সড়ক উন্নয়নকাজ চলছে। ওই কাজেই দায়িত্ব পালন করছিলেন রুহুল আমিন ও সাইফুদ্দিন।