কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পর শহীদ মিনারে ফুল

শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদু। ছবি : এনটিভি
জয়পুরহাট শহরের ধানমণ্ডি এলাকার শহীদ জিয়া কলেজ প্রতিষ্ঠার ৩০ বছর পর প্রথমবারের মতো নির্মাণাধীন শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে কলেজের শিক্ষার্থী এবং এলাকাবাসী।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় নির্মাণাধীন শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে প্রথম পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদু। পরে অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে ‘মহান একুশের তাৎপর্য’- শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য, সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুল আলম দুদুর আর্থিক সহায়তায় আগামী ৩ মাসের মধ্যে এ শহীদ মিনারের নির্মাণকাজ সমাপ্ত হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।